নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: রাজধানী মহাখালীর আমতলী এলাকায় পুরাতন বন ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা পৌনে ১২টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।
এর আগে সকাল ১০ টা ৫০ মিনিটে এই আগুন লাগার ঘটনা ঘটে।
ওসি এনায়েত হোসেন ব্রেকিংনিউজকে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।