অমর ডি কস্তা, বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাকের মোড় এলাকায় শুক্রবার দুপুর ২টার দিকে যাত্রীবাহি একটি বাস খাদে উল্টে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে রাজশাহীগামী মোহনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস একই অভিমুখী বিআরটিসি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। তবে সড়কের পাশে গাছের সাথে বাসটি আটকে যাওয়ায় বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। উল্টে যাওয়া বাস থেকে কমপক্ষে ১০ জনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। আহতের মধ্যে মোহনা বাসের সুপারভাইজার ও বড়াইগ্রামের বনপাড়া এলাকার চঞ্চল (২৭) এবং বাস যাত্রী সিরাজগঞ্জের শাহজাদপুরের আবু তালেব (৩৬) কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।