আনোয়ার হোসেন আকাশ ,বর্তমানকণ্ঠ ডটকম: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা জুড়ে সবুজ ধান ক্ষেতের সমাহার। কৃষক ও ফসলের জম ইঁদুর। ধান ক্ষেত থেকে ইঁদুর নিধনের জন্য বিষটোপ সহ কৃষি প্রযুক্তির নানা কৌশল অবলম্বন করে ও হিমসিম খাচ্ছে কৃষক। উপায়ান্তর না পেয়ে ধানের ক্ষেত থেকে ইঁদুর তাড়ানোর জন্য পলিথিনের ঝান্ডা টাঙ্গিয়ে রাখছেন। পলিথিনের এসব পতাকা বাতাসে দোল খেলে নাকি ইঁদুর ভয়ে সে ক্ষেত থেকে পালিয়ে যায়। ভয়ে আর সে ক্ষেতে আসে না। এটি কৃষকের নিজস্ব প্রযুক্তি বলে নেকমরদের ধান চাষী দিপু জানালেন। এ প্রযুক্তি এখন মাঠে মাঠে ব্যপকহারে ব্যবহার করা হচ্ছে। এতে নাকি কৃষক লাভবান হচ্ছেন অনেকটায়। হোসেনগাও গ্রামের মোঃ শহিদ বলেন, ইঁদুর’র হাত থেকে ফসল বাঁচাতে হিমসিম খাচ্ছি। ইঁদুর তাড়ানোর জন্য কৃষক নানা কৌশল অবলম্বন করছেন। তার মধ্যে পলিথিনের ঝান্ডা টাঙ্গিয়ে বেশ উপকার পাচ্ছেন।
কৃষি অফিস সুত্রমতে, এটি কৃষকের নিজস্ব মতে করে থাকে। এটা শান্তনা ছাড়া আর কিছুই না। ইঁদুর দমনের জন্য সরকারিভাবে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়ে থাকে।