রংপুর,বর্তমানকণ্ঠ ডটকম: শুক্রবার (২৮ অক্টোবর) রংপুর নগরীর বীরভদ্র মাহিগঞ্জ এলাকায় পরিবেশ অধিদপ্তর এর বাস্তবায়নে প্রোগ্রাম্যাটিক সিডিএম প্রকল্পের আওতায় রংপুর জৈব সার উৎপাদন কেন্দ্র নির্মাণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আয়োজন সভায় প্রোগ্রাম্যাটিক সিডিএম প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু (প্রতিমন্ত্রী), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ার, প্রোগ্রাম্যাটিক সিডিএম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, স্বাগত বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটমারুফ হাসান, প্যানেল মেয়র আবুল কাশেম, প্যানেল মেয়র ফরিদা কালাম, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর জাহাংগীর আলম তোতা, কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর আকরাম হোসেন, কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী, কাউন্সিলর হারাধন রায়, কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর নুরুন্নবী ফুলু,কাউন্সিলর শফিকুল ইসলাম দুলাল,কাউন্সিলর রাজ্জাক মন্ডল, কাউন্সিলর আখতারুজ্জামান, রংপুর সিটি কর্পোরেশনের সচিব ফজলুল কবীর,মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিব রাশেদুল ইসলাম, রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতমাথা ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক তৌফিকুর রহমার তপু।
উল্লেখ্য বাংলাদেশ জলবায়ু ট্রাষ্ট এর অর্থায়নে ২ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে পরিবেশ অধিদপ্তর এর বাস্তবায়নে প্রোগ্রাম্যাটিক সিডিএম প্রকল্পের আওতায় রংপুর জৈব সার উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে।