শ্রী অরবিন্দ ধর,বর্তমানকণ্ঠ ডটকম : পশ্চিম বাংলার হুগলি জেলার প্রেস রিপোর্টারস ক্লাবের সম্পাদক শ্রী প্রদীপ কুমার দত্ত ৪৯ বছরে পা দিয়ে একাকিত্ব জীবনচলায় বেঁচে নিয়েছেন মহানপেশাকে আর্থিক সংকটের নাগপাশ কাঁটিয়ে। ১৬ আগষ্ট কলকাতার নেতাজি ইনন্ডোর স্টেডিয়ামে ফুটবলপ্রেমী দিবসে রক্ত দিয়ে ৮৮ বারের রেকর্ড করলেন। তিনি শ্রেষ্ঠ রক্ত দাতা পরেশ সরকারের রেকর্ড ১৫০ বারের ভাঙ্গার ঐকান্তিক প্রয়াস করেনে বর্তমানকণ্ঠ ডটকমের সাথে।
সাম্যবাদের চেতনায় জীবনতরী বেয়ে প্রদীপ ১৮ বছর থেকে বাংলার অনেক জায়গায় রক্তদিয়ে মানবসেবার প্রকাশ রেখে যেতে – সেরা রক্তদাতা হিসাবে সুখ্যাতি অর্জন করেছেন। প্রদীপ দত্ত সহ কর্মীদের সাথে নিয়ে জেলার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র – ছাত্রীদের মধ্যে রক্তদান ও মরনোত্তর দেহদানের সুচেতনা জাগিয়ে তোলতে ধারাবাহিক কাজ করে যাচ্ছেন।
তিনি যুক্তিবাদী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে এগিয়ে যাচ্ছেন নেতৃত্বের প্রথম সারিতে। সে জয়দেব দে, সৃজন সেন, বঙ্কিম দত্ত, ভোলানাথ সরকার, গৌতম সরকারের যৌত উদ্যোগে কাজ করছেন। পারিবারিক সেবার আদর্শে প্রদীপ বাবু ৩০ বছর ধরে দায়বদ্ধ সাংবাদিকতার দায়িত্বে রয়েছেন। আন্তরিক হয়ে যতটুকু অনুভূত হয়েছি, মানব কল্যাণ প্রয়াসে তাঁর নিবদিত প্রাণ। কলকাতার খ্যাত ফুটবলার শৈলেন মান্না, এম, এস, সাত্তার, মো : আকবর, নিখিল নন্দী,ও সাব্বির আলীর ব্যাতিক্রমী সাক্ষাতকার নিয়েছেন। কলকাতার বিখ্যাত -সাংবাদিক ও কলামিস্ট বরুণ সেন গুপ্ত, মোশারফ হোসেন, নাজেশ আফরোজ ও সুমন চট্টোপধ্যায়ের ভাব শিষ্য। শিক্ষা, বিজ্ঞান ও আধ্যাত্বিকতার প্রতি বিশেষ আনুগত্য রয়েছে। কলকাতার বিশিষ্ঠ শিক্ষাবিজ্ঞানী সন্দীপ বন্দোপধ্যায়ের সাথে জ্ঞানার্জনে সহচর্যে আছেন। সারা বিশ্বে সনাতন ধর্মের প্রচার -প্রসারে।
কাজ করে যাচ্ছে -আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কনের) আচার্যবর্গ গুরুমহারাজদের প্রতি তিনি আন্তরিক শ্রদ্ধাশীল ও ভক্তিপরায়নেরর বহিপ্রকাশ ঘটালেন তিনি বর্তমানকণ্ঠ ডটকমের সাথে ধর্মীয় আলোচনায়।
আগামী ১৫ বছরের মধ্যে বাংলায় অন্যতম শ্রেষ্ঠ রক্ত দাতা পরেশ সরকারের রেকর্ড ভাঙ্গার ঐকান্তিক প্রয়াস নিচ্ছেন প্রদীপ দত্ত। অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামের সম্পাদক জয়দীপ মুখার্জীর স্নেহ ভাজন তিনি। জয়দীপ মুখার্জী তাকে সার্বিক ভাবে দিক নির্দেশনা দেন। প্রদীপ দত্তের ভাতৃপ্রতীম সহচর কিংশুক চন্দ্র বর্তমানে বর্ধমান জেলার কাটুয়া শহরে বসবাস করছেন, তিনি ও ভারতে এক ধর্মীয় আন্দোলনের সৃষ্টি করেছেন, ঠাকুর বলরাম আন্দোলন।অতিতে চাষাবাদ সৃষ্টির পুরধা বলরাম আজ ধর্মীয় চেতনায় ভগবান শ্রীকৃষ্ণের বড়ভাই হিসেবে চিরজাগ্রত। কিংশুক চন্দ্র কে এ মহত আন্দোলনে অনুপ্রাণিত করছেন প্রদীপ দত্ত। কাটোয় শহরে স্বরেজমিন অনুভব করে আনন্দোৎসাহে লিখছি । প্রদীপ দত্ত অনুজ উদীয়মান কবি বর্নবসু অনিন্দ্যবসুধর, অলকেশের সহকর্মী হিসেবে, তার মানবতার কর্মকান্ডতে উভয় বাংলায় জেগে উঠবে এ প্রত্যাশা রেখে লিখাটি শেষ করছি।