আনোয়ার হোসেন আকাশ , বর্তমানকণ্ঠ ডটকম: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল বনগাও ঝাড়বাড়ি গ্রামের জমি জমা সংক্রান্ত মামলায় মজিরুল ইসলামের স্ত্রী মোছাঃ মর্জিনা বেগম (৩৫)কে শ্রক্রবার গ্রেফতার করেছে থানা পুলিশ। একই গ্রামের রমজান আলী গং এর ৪০ বৎসর ধরে ভোগ দখলীয় তফশিল মৌজা বনগাও, দাগ নং ৩১৫৭, খতিয়ান নং ৩২৩, পরিমান ৪৬ শতাংশ জমিতে জোর পুর্বক অনধিকার প্রবেশের চেষ্টা করে মৃত চুমানু মহাম্মদের ছেলে ইয়াদুর রহমান গং। ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ২৭ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে ৮০ বছর বয়সি মৃত দাইমুদ্দিনের স্ত্রী রনজো বেওয়াকে নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করে পরিবেশ অশান্ত করে তোলে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে মৃত পেস মহাম্মদের ছেলে রমজান আলী বাদী হয়ে ইয়াদুর রহমান ও সুলতান আলী পিতা চুমানু মহাম্মদ, মজিরুলের স্ত্রী মর্জিনা সহ ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামলার আসামী পক্ষের আইন শৃংখলা পরিপন্থী অবস্থান থাকায় পরিবেশ উত্তপ্ত দেখতে পান। ঘটনাস্থল থেকে মর্জিনাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, ২৪/১১/১১ ইং তারিখ বাদী ইয়াদুর রহমান, ১৮/৩/১৩ ইং তারিখ বাদী ইসারুল হক ও ইসারুলের ছোট ভাই মিজানুর রহমান ৯/৯/১৩ ইং তারিখ বাদী হয়ে রমজান আলী গং এর বিরুদ্ধে ঠাকুরগাও বিজ্ঞ আদালতে তিনটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাগুলো খারিজ করে দেন। এ ছাড়াও ৮/৫/১৫ ইং তারিখ রাণীশংকৈল থানা পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত জমির কাগজ পত্র যাচাই বাছাই করা হলে আসামী পক্ষ কোন কাগজ পত্র দেখাতে ব্যর্থ হন। উপস্থিত ভদ্র মজলিসে আসামীগণকে রমজান আলী গং এর ভোগ দখলিয় জমিতে প্রবেশে নিষেধ করা হয়। পর সম্পদ লোভী, আইন শৃংখলা ভংগকারী ইয়াদ রহমান গং বারংবার পরিবেশ উত্তপ্ত অব্যাহত রাখার চেষ্টা করে আসছে বলে সরেজমিনে গেলে এলাকাবাসী জানান।