নীলফামারী,বর্তমানকণ্ঠ ডটকম: রাফিয়া খাতুন(১৩) নামের এক ছাত্রী গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে । শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের উচাবদী গ্রামের বাড়ি হতে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করে। রাফিয়া ওই গ্রামের কৃষক রশিদুল ইসলামের মেয়ে এবং গ্রামের ব্রাক স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্রী। কিশোরীগঞ্জ থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান শুক্রবার রাতের কোন এক সময় মেয়েটি নিজ শোয়ার ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে। তবে আত্নহত্যার কারন জানা যায়নি। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের
করা হয়েছে।