শেরপুর,বর্তমানকণ্ঠ ডটকম: শেরপুরের নকলায় নায়েব আলী (৬২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত নায়েব আলী নকলা উপজেলাধীন গনপদ্দী ইউনিয়নের বড়ইতার গ্রামের শুকুর মাহমুদের ছেলে। জানা যায়, নায়েব আলী ৯ বছর যাবৎ পরিবার পরিজন নিয়ে নকলা শহরের কামারপট্টি এলাকায় বসবাস করে আসছিলেন। তবে কৃষি আবাদ দেখতে প্রায়ই গ্রামের বাড়ি বড়ইতারে যেতেন তিনি।
সে সুবাধে তিনি গত বুধবার হতে বড়ইতারে অবস্থান করছিলেন। শুক্রবার রাত্রে কে বা কারা তাকে মেরে নকলার বড়ইতার হয়ে শেরপুরের চান্দেরকান্দা যাওয়ার রাস্তার পাশে তার লাশ ফেলে রাখে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নায়েব আলীর মাথার বাম পাশে লাঠি বা ভারি কোন বস্তু দ্বারা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।