শোবিজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: বলিউডে ফাওয়াদের প্রথম ছবি ছিল ২০১৪ সালের ‘খুবসুরাত’। সেই ছবিতে ফাওয়াদের বিপরীতে ছিলেন সোনম কাপুর। লাখো নারীর মন জয় করলেন ওই এক ছবি দিয়েই। এদিকে আগামী মাসে মুক্তি পাবে ফাওয়াদের নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।
মাত্র তিনটি ছবি করে ইতিমধ্যেই বলিউডে পাকা জায়গা করে নিয়েছেন ফাওয়াদ। ঢুকে পড়েছেন করণ জোহরের পছন্দের তালিকায়।
সম্প্রতি জানা গেল ক্যাটের বিপরীতে থাকবেন ফাওয়াদ খান। ছবি প্রযোজনা করতে চলেছেন করণ জোহর। পরিচালনার দায়িত্বে এক্কেবারে নতুন পরিচালক। নাম আদিত্য ধর। নভেম্বর–ডিসেম্বর নাগাদ দিল্লিতে শ্যুটিং শুরু হবে।
গত কয়েকবছরে একটি হিট ছবিরও মুখ দেখেননি ক্যাটরিনা। ‘ফ্যান্টম’, ‘ব্যাং ব্যাং’, ‘ফিতুর’, ‘বার বার দেখো’ একের পর এক সবকটি ছবিই ধরাশায়ী হয়েছে। এমন পরিস্থিতিতে এই ছবি ঘিরেই সাফল্যের আশা দেখছেন ক্যাটরিনা।