শোবিজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর এ বার সন্তানদের নিয়ে বাড়ি ছাড়লেন অ্যাঞ্জেলিনা জোলি। একটি মার্কিন পত্রিকা জানিয়েছে, ছয় সন্তানকে নিয়ে এখন লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ায় একটি ভাড়া বাড়িতে উঠেছেন জোলি।
প্রতি মাসে তাকে ওই বাড়ির ভাড়া গুনতে হবে প্রায় ৯৫ হাজার মার্কিন ডলারের মতো। চলতি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই নাকি সন্তানদের নিয়ে নতুন ওই বাড়িতে থাকতে শুরু করেছেন এই অভিনেত্রী। হাতে সময় কম থাকায় অনেকটা তাড়াহুড়া করেই বাড়িটি ভাড়া নিতে হয়েছে তাকে।
এদিকে জানা যায় ৫২ বছর বয়সী পিটের ৩৫ কোটি আর জোলির সাড়ে ২৭ কোটি ডলারের সম্পত্তি আছে। এর পরেও লক্ষ্যহীন জোলিকে এখন আপাতত ভাড়া বাসাই থাকতে হচ্ছে।
২০০৪ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস’ ছবিতে পিটের সঙ্গে অভিনয় করতে গিয়ে তার প্রেমে পড়েন জোলি। এক দশক প্রেমের রসায়নে দুই বছর আগে ফ্রান্সে বিয়ের বন্ধনে জড়ান তারা। কিন্তু তাদের সাজানো সংসারে ভাঙন ধরে। মতবিরোধের কারণ দেখিয়ে পিটের সঙ্গে বিয়ে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছেন ‘মেলফিসেন্ট’ তারকা জোলি।