অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নের কয়েনবাজার এলাকায় একটি নির্মাধীন ক্লিনিকে কম্পিউটারে সফ্টওয়্যারের কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় জুবাইদুল ইসলাম রাজু (১৭) নামে এক কম্পিউটার অপারেটর।
তবে এই দুর্ঘটনাজনিত মৃত্যুকে বৈদ্যুতিক শক্ দিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে মর্মে অনলাইনসহ কয়েকটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় এর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। রবিবার দুপুর দুইটার দিকে কয়েনবাজারস্থ নির্মাণাধীন ওই ক্লিনিকের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করে একজন নির্দোষ ব্যক্তিকে খুনী হিসেবে সমাজের কাছে চিহ্নিত করার পাঁয়তারার তীব্র নিন্দা জানানো হয় ও সঠিক সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদকর্মীর প্রতি আহ্বান জানানো হয়। নিহত রাজু বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকার সখের আলী প্রামাণিকের ছেলে ও বনপাড়া কলেজের বিএম একাদশ শ্রেণীর ছাত্র।
সংবাদ সম্মেলনে নগর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মো. নওশাদ আলী আলপু জানান, জুবাইদুল ইসলাম রাজু বনপাড়ায় ওসমান সেখের কম্পিউটারের দোকানে কম্পোজ ম্যান হিসেবে কাজ করতো। গত ১৯ অক্টোবর রাত ৮টার দিকে মনোয়ার হোসেন তাঁর নির্মাণাধীন নতুন ক্লিনিকের কম্পিউটারে প্রয়োজনীয় সফ্টওয়্যার দিতে রাজুকে ডেকে আনে। সফ্টওয়্যারের কাজ করার এক ফাঁকে রাজু সিগারেট নিয়ে ওই ক্লিনিকের ছাদে উঠে এবং এর কিছুক্ষণ পর বিকট শব্দ শুনে ছাদের উপরে গেলে সকলে দেখতে পায় সে ওখানে পড়ে রয়েছে। তাৎক্ষণিক ধারণা করা হয়েছে ছাদের কার্ণিসের পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু ছিটকে পড়ে।
ক্লিনিকের বেড তৈরী কাজে ব্যস্ত নাটোর পিটিআই এলাকার মিস্ত্রী নাইম, রকি ও রতন সহ ৪/৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রাজুকে বাঁচাতে কিছুসময় শরীরে বিভিন্ন স্থানে হাত দিয়ে জোরে জোরে চাপ ও আঘাত করতে থাকে এবং পরবর্তীতে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি ঘটলে রাজুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় ২৭ অক্টোবর রাজু মারা যায়।
ক্লিনিকের মালিক কয়েন গ্রামের মনোয়ার হোসেন জানান, রাজুকে বাঁচাতে অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু বিধিবাম এখন আমাকেই হত্যাকারী বলা হচ্ছে। তিনি আরও জানান, রাজুর পরিবার এ ব্যাপারে কোন অভিযোগ করেনি। কিন্তু তাঁর দুই মামা মালেক ও খালেক আমার কাছ থেকে মোটা অংকের টাকা আদায়ের লক্ষে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. এমরান হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু মারা গেছে এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তবে রাজুকে হত্যা করা হয়েছে বলে কোন অভিযোগ এখন পর্যন্ত পাইনি। তিনি আরও জানান, রাজশাহীতে মৃত্যু হওয়ায় সেখানে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং লাশ ময়না তদন্ত করা হয়েছে।
এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ ঘটনা আপোষ-মিমাংসা করার জন্য বনপাড়া পৌর মেয়রের নেতৃত্বে শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।