আনোয়ার হোসেন আকাশ ,বর্তমানকণ্ঠ ডটকম: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের কর্মী সম্মেলন রবিবার বিকালে আবাদ তাকিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাও-৩ আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ হাফিজ উদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নির্বাচনী এলাকার প্রতিটি নেতা-কর্মীকে একতা বদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে সুখ দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন প্রধান অতিথি।
লেহেম্বা ইউপি সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাপা’র সভাপতি মোঃ আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এ জেড সুলতান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ ইসাহাক আলী, ইউপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আকতারুল আলম, সম্পাদক মোঃ সাহা আলম প্রমুখ।