রনজিৎ বর্মন ,বর্তমানকণ্ঠ ডটকম: সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক স্তন ক্যান্সার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা ওয়ান স্টেপ ক্রাইসেল কর্মকর্তা (ওসিসি) প্রণব কুমার বিশ^াস, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। বক্তব্য রাখেন মহিলা সংস্থার উপজেলা সংগঠক আনিসুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহানা আক্তার,গীতা রানী প্রমুখ।