
শেখ এহছানুল হক খোকন, বর্তমানকন্ঠ ডটকম, কুয়েত : বৃহত্তর ফরিদপুর জনকল্যান সমিতি কুয়েতের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির ২০ তম জাতীয় সম্মেলনে সভাপতি মন্ডলীর সদস্য ফারুক খান এমপি, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম কে নির্বাচিত করায় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা। বিশেষ করে জননেত্রী, দেশরত্ম ও দলের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও বঙ্গবন্ধু পরিষদ কুয়েত’র সভাপতি শেখ আকরামুজ্জামান, সঞ্চালনা করেন সদস্য সচিব নূরুল ইসলাম। সভায় শরিয়তপুর, বোয়ালমারী, ফরিদপুর, মাদারীপুরসহ বিভিন্ন অঞ্চলের ফরিদপুরের প্রবাসীরা উপস্থিত হন। উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন নেতৃবৃন্দদের মধ্যে এম আজাদুর রহমান, হাসান, নূরুল হক, মাহামুদুর রহমান, আজিজুল হক, জাহিদ, মশিউল আলম, ইবাল হোসেনসহ অসংখ্য ফুরিদপুরবাসী।
আলোচনায় বক্তারা জননেত্রীর হাতকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের আগ্রনী ভূমিকা রেখে দলকে আরো শক্তিশালী করতে অগ্রনী ভূমিকা রাখবেন নির্বাচিত সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান, এনামুল হক শামীম ও ফারুক খান এমপি। তারা বলেন, ফরিদপুরের অসংখ্য কৃতি সন্তানেরা পূর্বে এবং বর্তমান কমিটিতে বিশেষ ভূমিকার পাশাপাশি ভিশন ২০২১ কে প্রতিষ্ঠিত করবেন বলে আশা প্রকাশ করেন।