
শেখ এহছানুল হক খোকন, বর্তমানকন্ঠ ডটকম, কুয়েত : ২৯শে অক্টোবর শনিবার কুয়েতের স্থানীয় হোটেল রাজধানীতে বিশিষ্ট ব্যবসায়ী, সবাজসেবক ও আওয়ামীলীগ’র শুভাকাংক্ষি শহীদ ইসলাম পাপুলের উদ্যোগে এক আলোচনা সভা ও আনন্দ উৎসব এর আয়োজন করা হয়।সভায় বাংলাদেশ আওয়ামীলীগ’র ২০ তম জাতীয় সম্মেলনে দেশরত্ব জননেত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনাকে পুনরায় সভাপতি এবং ওবায়দুল কাদেরকে সাধারন সম্পাদক নির্বাচিত করায় কুয়েতের আওয়ামীলীগ পরিবার সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ সাধারন প্রবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। কুয়েত আওয়ামীলীগ এর নতুন নেতৃত্বের জন্য পূর্বে নির্ধারিত নির্বাচন কমিশনের নেতৃবৃন্দরা সে সময় উপস্থিত ছিলেন। সভায় শহীদ ইসলাম পাপুল উপস্থিত সকল নেতা কর্মী ও অতিথিদের উদ্দেশ্যে বলেন, দেশ আজ অগ্রগামী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে অত্যন্ত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন। ভিশন ২০২১ বাস্তবায়নে অগ্রনী ভুমিকাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড সত্যিই প্রংশসিত। তাই কুয়েতে যারাই আওয়ামীলীগ এর জন্য কাজ করেন তারা ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী কুয়েত আওয়ামীলীগ গঠন জরুরী । রাষ্ট্রদূতের সাহসী পদক্ষেপকে গুরুত্ব দিয়ে সকল আওয়ামী পরিবার একযোগে কাজ করার কথা ব্যক্ত করেন। নির্বাচন কমিশনকে সহযোগীতাসহ সকল সমস্যার সমাধানে তার সহযোগীতা অব্যাহত থাকবে। তিনি বলেন, আমি নেতা হতে আসিনি আমি কাজ করতে চাই আদর্শ নিয়ে, একজন বাবার আদর্শ না থাকলে সন্তানদের আদর্শ তৈরী করা অসম্ভব। তিনি আরো বলেন, প্রত্যেকটা মানুষকে কাজের গুরুত্ব দিয়ে রাজনীতি করা উচিত কারন এদেশের প্রচলিত আইনকে শ্রদ্ধা করতে হবে। আমরা সুশৃংখল ভাবে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করবো তাই আসুন সকলে মিলে কাজ করি। আসুন রাজনীতিকে কুক্ষিগত না করে সমাজের উন্নয়নে এগিয়ে দেশকে আরো উন্নয়নশীল করতে প্রধানমন্ত্রীসহ সরকারকে সহোযোগিতা করি, তবেই সম্ভব জাতি হিসাবে বিশ্বে মাথা উচু করে দাড়াবার।পরে কুয়েত আওয়ামীলীগ’র নির্বাচন কমিশনারদের গঠন মুলক বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধ করার জন্য তাদের চেষ্ঠার কথা তুলে ধরেন। উপস্থিত কর্মীরা পূর্বের সবকিছু ভুলে নতুন জাগরনে কুয়েত আওয়ামীলীগ একটি শক্তিশালী কমিটি হবে। যার পদভারে প্রবাসে সঠিক ভাবে কাজ করে দলকে আরো বেগবান করবে। প্রত্যেক যায়গায় গিয়ে যিনি কথা বলতে পারবেন কাজ করতে পারবেন এমন দক্ষ নেতৃত্ব আসলে অবশ্যই তাতে দল এবং প্রবাসীদের স্বার্থ নিরাপদ হবে।
অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, আওয়ামী ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত কমান্ড, সহযোগী সংগঠনের নেতাকর্মী, আওয়ামী সমর্থক গোষ্ঠী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত
ছিলেন।