অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। ’আতœকামী যুব শক্তি-টেকসই উন্নয়নের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টা দিকে নাটোর-৪ (গুরদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন শহর প্রদক্ষিণ।
পরে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য, বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান হেলেনা বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল, আওয়ামী নেতা আব্দুল কুদ্দুস প্রেস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমেদ আলী, প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুম মনিরা প্রমূখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি যুবউন্নয়ন অধিদপ্তর আয়োজিত বিভিন্ন আয়বর্ধকমূলক প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সার্টিফিকেট ও ঋণ বিতরণ করেন।