সিলেট,বর্তমানকণ্ঠ ডটকম: বাংলা প্রথমপত্র পরীক্ষা নেয়ার মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও শান্তিপূর্ণভাবে অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে সিলেট বিভাগের ১শ’ ২৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। পরীক্ষায় কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো ২ হাজার ৬৫০ জন শিক্ষার্থী। তবে কোন বহিষ্কারের ঘটনা ঘটেনি।
সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র বিষয়ে ১ লাখ ২৭ হাজার ৮৮০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ২৫ হাজার ২৩০ জন।
এবার সিলেট বোর্ডের অধীনে ১ হাজার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৩২ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যা গত বছরের তুলনায় ৩ হাজার ৯৭০ জন বেশি। ২০১৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৮ হাজার ৯৯৯ জন।