স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: সকাল থেকেই রোদের দেখা নেই। বরং বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার সকাল ১০ নাগাদ চলেছে হরদম। আর তাতে করে প্রথমদিনই বৃষ্টি বিড়ম্বনায় পড়ছে বিপিএল।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ মিরপুরে সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সর্বনিম্ন ৩ মিলিমিটার। ঘণ্টার হিসেবে শুক্রবার মিরপুরে সর্বনিম্ন ৩.৫ ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ ৪.৫ ঘণ্টা। সন্ধ্যার পরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ শুক্রবার (৪ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংসের ম্যাচ দিয়ে মিরপুরে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চতুর্থ আসরের। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া ৭টায় খুলনা টাইটান্সকে মোকাবিলা করবে রংপুর রাইডার্স।