নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবার ইচ্ছা পোষণ করেছেন জাফর ফরাজী নিঃস্ব।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাফর ফরাজী নিঃস্ব বলেন, ‘আমি বাইসাইকেল চালিয়ে বাংলাদেশের ৬৪ জেলায় ৫ বার ও ভারতের আজমীর শরীফ একবার ভ্রমণ করেছি। বর্তমানে আমি বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘বাইসাইকেলের ভিসা পাকিস্তান সরকার না দেওয়ায় এখন নিরুপায় হয়ে ভারত, চীন, তাজিকিস্তান, উজবিকিস্তান, তুর্কিমিনিস্তান, ইরান, কুয়েত হয়ে সৌদি আরব যেতে হবে। তাই আমি প্রধানমন্ত্রীসহ দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।’
জাফর ফরাজী মাদারিপুর জেলার কালকিনী উপজেলার পূর্ব কমলাপুর ইউনিয়নের বাসিন্দা।
তিনি জানান, ভিসা না পাওয়া পর্যন্ত তিনি বাইসাইকেল নিয়ে রোডেই থাকবেন। এবং এখানে তার মৃত্যুও হতে পারে।
উল্লেখ্য, ফরাজিকে পাকিস্তান সরকার ভিসা না দেওয়ার প্রতিবাদে তিনি বাংলাদেশের ৬৪ জেলায় মানববন্ধন এবং জেলাপ্রশাসকের প্রত্যয়নপত্র সংগ্রহ করেছেন।