খন্দকার শাহিন,বর্তমানকণ্ঠ ডটকম: বস্ত্রশিল্প শহর নরসিংদীর মাধবদীতে চায়না বাংলা যৌথ প্রকল্প হুয়া-বাং নামে সুপারশপের উদ্বোধন করা হয়েছে। ৫ নভেম্বর শনিবার দুপুর ২টায় হুয়া-বাং লিমিডেট এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে পানি সম্পদ
প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল (অবঃ) মোঃ নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক) এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুয়া-বাং সুপারশপের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুয়া-বাং লিমিডেটের চেয়ারম্যান মিঃ ডেবিট ইউ। আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার সাবেক মেয়র সফিউদ্দি আহমেদ, মাধবদী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইালয়াছ, নরিসংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিএম তালেব, মাদবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিনসহ পৌর শহরের সবস্তরের সুধীজন।
প্রযুক্তি সেবার মাধ্যমে প্রথমবারের মত মাধবদী পৌর শহরের গার্লস স্কুল রোডে অবস্থিত ২৫৬ এম,বি টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে বর্ণিল সাজে এ সুপারশপে বিক্রি হচ্ছে সবধরণের গ্রোসারি, লাইফ স্টাইল, ইলেকট্রনিক্স, কসমেটিক, ফুড কোড, বাচ্ছাদের প্লে জোনসহ নানা রকম দেশী/বেদেশী পণ্য।