রায়হান সরকার রবিন, বর্তমানকণ্ঠ ডটকম: টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল ইউনিয়নে অবহেলিত পাহাড়ি এলাকার উন্নয়নে ও রাস্তা পরিদর্শন ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন বিশেষ অনুদান দিয়েছেন। গতকাল শনিবার তিনি এ অনুদানের কথা ঘোষনা করেন। দুপুরে তিনি গোড়াই-সখীপুর রোড়ের বাঁশতৈল ইউনিয়নের তালতলা-বালিয়াজান রাস্তা পরিদর্শন করেন। পরে তিনি বালিয়াজান উচ্চ বিদ্যালয়ে একটি একাডেমিক ভবন নির্মানের জন্য ৭০ লাখ টাকার অনুদানের ঘোষনা দেন। বালিয়াজান উচ্চ বিদ্যালয় এবং এলাকাবাসি এমপির সম্মানে এক আলোচনা সবার আয়োজন করেন। এ সময় এমপির সঙ্গে ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম আল মামুন, আজাহারুল ইসলাম সিকদার আজাহার, বাঁশতৈল ইউনিয়নের চেয়ারম্যান মো.আতিকুর রহমান মিল্টন, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মো.আব্দুর রাজ্জাক বিএসসি, বাংলাদেশ পল্লী উন্নয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মির্জাপুর উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল , শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকোশৈলী মো. বাবুল আহমেদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান প্রমুখ।