এম এ রহিম,বর্তমানকণ্ঠ ডটকম: যশোরের শার্শা বাগআচড়া পল্লীতে পতিপক্ষের হামলায় এক গৃহবধু সহ একই পরিবারের ৫সদস্য আহত হয়েছে। আহত গ্রহবধু মহাসিন আক্তার যন্ত্রনায় নাভারন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। পুলিশ অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি।
পুলিশ ও স্থানীরা জানান, শার্শা বাগআচড়া পল্লীতে জমিজমা সংক্রান্ত জের ধরে মো: ফজলে খানের বাড়ীতে আতর্কিত হামলা চালায় এক্ই এলাকার বাবলু, ফল্টু, তরিকুল, ফয়সাল ও অনিক সহ সংঘবদ্ধ পতিপক্ষরা। ভাংচুর করা হয় বাসাবাড়ী ও প্রাচীর। এসময় আলামিন খান পারভিন হাসান ও মহাসিন আক্তার,সুচনা ও সুমনা বাধা দিলে তাদেরকে বেদম মারপিট করে জখম করে। ভাংচুর ও তান্ডব চালায় তারা। স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে তাদের। গুরুতর জখম অবস্থায় আহতদেরকে নাভারন হাসপাতালে ভর্তি করা হয়। মহাসিনার অবস্থা গুরুতর বলে জানায় পরিবারের সদস্যরা-
বাগআচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াজ কবির বকুল জানান,বিষয়টি নিয়ে কয়েক দফায় বৈঠক করা হয়েছে। বাবলু,ফল্টুর লোকজন হামলা চালিয়ে চরম অপরাধ করেছে এর পতিকার হওয়া দরকার। রবিবার সকালে এব্যাপারে আলামিন খান বাদী হয়ে ৫জন সহ অজ্ঞাতদের নামে শার্শা থানায় এজাহার দায়ের করেছে বলে জানান তিনি।
শার্শা থানার ওসি মনিরুজামান মনির জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।