চট্টগ্রাম,বর্তমানকণ্ঠ ডটকম: চট্টগ্রামে কলেজছাত্র হত্যা মামলায় নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আরেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ জাহাঙ্গীর, বেবী আক্তার ও মোহাম্মদ ফোরকান। এদের মধ্যে প্রথম দুইজন কারাগারে রয়েছেন আর ফোরকান পলাতক। ১০ বছর দণ্ডপ্রাপ্ত আনোয়ারা বেগমও কারাগারে আছেন বলে জানা গেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অঞ্জন বিশ্বাস খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১০ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর এ রায় দিয়েছেন বিচারক।
তিনি বলেন, ১৯৯৮ সালের ১১ জুন হাটহাজারী উপজেলার সাদেক নগর গ্রামে এক পরিবারের মুরগি পাশের বাড়িতে যাওয়া নিয়ে ঝগড়ার একপর্যায়ে সংঘর্ষ হয়। ওইসময় আসামিদের পরিবারের সদস্যদের লাঠির আঘাতে সাইফুল আলম নামে ১৯ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মারা যান। সাইফুল আলম হাটহাজারী কলেজের ছাত্র ছিলেন।
এ ঘটনায় নিহতের ভাই আবদুর রহিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৯ সালের জানুয়ারিতে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পর ২০০১ সালের ৩০ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়।