চাটখিল (নোয়াখালী) ,বর্তমানকণ্ঠ ডটকম: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা গত শনিবার সকালে নোয়াখালী জেলা বার লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা জেএসডির সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে জেলা জেএসডির সাধারণ সম্পাদক এডভোকেট কাউসার নিয়াজির পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্বাধীনতার পতাকা উত্তোলক, ডাকসুর প্রথম নির্বাচিত ভিপি, জেএসডির কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক সফল মন্ত্রী আ.স.ম আব্দুর রব, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, কেন্দ্রীয় ষ্টিয়ারিং কমিটির সদস্য তানিয়া রব, সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেএসডি নেতা এডভোকেট বিকাশ সাহা, নুরের রহমান চেয়ারম্যান, ইকবাল হোসেন, আলাউদ্দিন, মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
সভায় আ.স.ম রব বলেন, জাতীর এ ক্লান্তি লগ্নে রাষ্ট্রীয় ষড়যন্ত্রকারী দুই জোটের বাহিরে, জনতার ক্ষমতা, জনতার হাতে তুলে দেওয়ার জন্য, তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।