1. khandakarshahin@gmail.com : bangla :
  2. cmi.sagor@gmail.aom : cmi Sagor : cmi Sagor
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
বর্তমানকণ্ঠ :-
Welcome To Our Website...



সৌদি আরবের সর্ব্বোচ্ছ নীতি নির্ধারনি ফোরাম মজলিস-এ-শূরার সদস্যদের সাথে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ২২৪ Time View
????????????????????????????????????

????????????????????????????????????

নিজস্ব প্রতিনিধি,বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : ব্যবসা বানিজ্য বৃদ্ধি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানীর ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ব্যপারে সৌদি আরবের সর্ব্বোচ্ছ নীতি নির্ধারনি ফোরাম মজলিস-এ-শূরার সদস্যদের সাথে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের গুরুত্বর্পূন বৈঠক হয়েছে । সৌদি মজলিস-এ-শূরা ভবনে বাংলাদেশ সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি সংসদ সদস্য প্রফেসর আবদুল্লাহ আল হারবি এবং অন্যান্য সদস্যবৃন্দ (মোট সাতজন) সংসদ সদস্যের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠককালে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সকল বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে, দক্ষ জনশক্তি, উপযুক্ত ভাষাজ্ঞান ও সৌদি সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ এবং শ্রমিকদের সৌদি আরবে পাঠানোর পূর্বে অপরাধ প্রবণ কোন বাংলাদেশিকে প্রেরণ না করার ব্যপারে আলোচনা করা হয়।
বি এইচ হারুন বৈঠকে উল্লেখ করেন যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় পধধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন সাধন হয়েছে। শিক্ষার মান বেড়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭.১১% এবং মাথাপিছু আয় প্রায় ১৪০০ ডলার এ উন্নীত হয়েছে। বি এইচ হারুন সৌদি সংসদ সদস্যদের মাধ্যমে সৌদি সরকারকে আরও অধিকসংখ্যক শ্রমিক নিয়োগের আহবান জানান এবং পরবর্তী হজ্বে বাংলাদেশের জন্য বর্তমান কোটা বাড়ানোর অনুরোধ করেন। তিনি ব্যবসা বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিরও আহ্বান জানান।
বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি বি এইচ হারুন, এমপি বৈঠকে আরও বলেন যে, বংলাদেশের জনগন সৌদি আরবকে শুধু একটি মুসলিম রাষ্ট্র হিসেবেই দেখে না বরং সৌদি আরবকে মুসলিম বিশ্বের নেতা মনে করে। তিনি সৌদি মজলিশ-এ-শূরার মাননীয়  ̄স্পীকার মহোদয়ের ২০১৩ সালে বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এই সফরের ফলে দু’দেশের সংসদের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বংলাদেশের জাতীয় সংসদের মাননীয়  ̄স্পীকারের পক্ষ থেকে মজলিশ-এ-শূরার মাননীয় স্পীকারকে বাংলাদেশ সফরে আমন্ত্রনের উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন যে শীঘ্রই তিনি আবার বাংলাদেশ সফর করবেন। বেঠক শেষে মজলিশ-এ-শূরা কর্তৃক আয়োজিত একটি মধ্যহ্ন ভোজে প্রতিনিধি দল যোগদান করেন।
এর আগে সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল ৬ নভেম্বর সকাল ১০.৩০ মিনিটে সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রী মোফরেজ আল হুকবানী এর সাথে সাক্ষাৎ করেন যেখানে, দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক শ্রম উপ মন্ত্রী যায়েদ আল সায়েগ, শ্রম মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ সালেহ বিন আল সারেখ ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্হিত ছিলেন। বৈঠকে সাংসদ বজলুল হক হারুন সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রীকে মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বাংলাদেশী প্রায় ১৫ লক্ষ কর্মীর কর্মসংস্হানের জন্য ধন্যবাদ জানান । বৈঠকে বাংলাদেশ হতে অধিক সংখ্যক পুরুষ ও মহিলা গৃহকর্মী নিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত আন্তরিক ও খোলামেলা আলোচনা হয়। মহিলা গৃহকর্মীদের নিরাপত্তা বিধানে গৃহকর্মী ও গৃহকর্তা উভয়ের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্হা নেয়া হচ্ছে এবং গৃহীত ব্যবস্হার আরো উন্নয়নে ও সহযোগিতার ক্ষেত্রে আরো প্রসারিত করতে দু’দেশ এক সাথে কাজ করবে মর্মে সৌদি শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রী সংসদীয় প্রতিনিধি দলকে জানান। পুরুষ কর্মী নিয়োগের ক্ষেত্রে অভিবাসন ব্যয় হ্রাস এর বিষয়ে সৌদি সরকারের কঠোর অবস্হানের বিষয়টি মন্ত্রী র্পুনব্যক্ত করে উভয় দেশের একসাথে কাজ করার জন্য আহবান জানান। তিনি এ ক্ষেত্রে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী আরো জানান ভিসা ট্রেডিংকে তার দেশ মানব পাচার হিসাবে বিবেচনা করে এবং একাজে জড়িতদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনানুগ ব্যবস্হা গ্রহণে সৌদি সরকার বদ্ধপরিকর। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে তিনি প্রতিনিধি দলকে জানান।
বি এইচ হারুন সৌদি শ্রম ও সমাজ উন্নয়নে বিষয়ক মন্ত্রীকে অবহিত করেন যে, বাংলাদেশ হতে অধিক সংখ্যক কর্মী নিয়োগে ক্ষেত্রে ভার্তৃপ্রতিম দু’দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আরো প্রসারিত ও উচ্চমানে উন্নীত করার ক্ষেত্রে গত জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফর গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে। সৌদি আরবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুন সফর একটি ঐতিহাসিক সফর যা দু’দেশের সহযোগিতার ক্ষেত্রে একটি বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এই বব্যপারে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার ব্যপারে তাঁর সংসদীয় প্রতিনিধি দল বর্তমানে সৌদি আরব সফর করছেন।
প্রতিনিধিদল ৬ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ এর আমন্ত্রনে বাংলাদেশ হাউজে প্রবাসী বংলাদেশীদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে সকল বিষয়ে বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের সকল ধরনের সুযোগ-সুবিধা ও সমস্যা সম্পর্কে অবহিত হন এবং এইসব সমস্যা সমাধানের জন্য জাতীয় সংসদের মাধ্যমে সরকারের কাছে পেশ করে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়ার ব্যপারে আশ্বাস প্রদান করা হয়। প্রতিনিধিদল বাংলাদেশী নারী গৃহকর্মীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং এই ব্যপারেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের ব্যপারে আশ্বাস প্রদান করা হয়।
রাষ্ট্রদূতের বাস ভবন বাংলাদেশ হাউজে রাষ্ট্রদূত গোলাম মসীহ কর্তৃক আয়োজিত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সৌদি বাংলাদেশ সংসদীয় মৈত্রী প্রতিনিধি দলের এক মতবিনিময় সভায় তারা একথা জানান । এসময় প্রবাসীদের পক্ষ থেকে মতবিনিময় করেন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুউদ্দিন মোল্লা, ইঞ্জিঃ মোয়াজ্জেম হোসেন, চিকিৎসক আরিফুর রহমান,  মোঃ জাকির হোসেন, চিকিৎসক কাজী মাসুদুর রহমান, আব্দুস সালাম, ডাঃ শাহ আলম, আকবর হোসেন, বাংলা স্কুলের চেয়ারম্যান ডাঃ জাকিউল ইসলাম, জেদ্দা প্রবাসী মোঃ ইউসুফ মাহমুদ ফরাজি, অধ্যাপক ড. রেজাউল করিমসহ আরো অনেকে ।
প্রতিনিধি দল ০৮ ও ০৯ নভেম্বর জেদ্দায় এবং মক্কায় ওআইসি  মহাসচিব এবং সৌদি হজ্ব ও উমরাহ বিষয়ক মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। প্রতিনিধিদল আগামীকাল ৭ নভেম্বর ২০১৬ সৌদি ধর্ম বিষয়ক প্রতি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দু’দেশের মধ্যে হজ্ব ও ইসলামী শিক্ষার সহযোগিতার ব্যপারে আলোচনা করবেন।
প্রতিনিধি দল পবিত্র উমরাহ পালনের জন্য ৭ নভেম্বর ২০১৬ তারিখ মক্কা সফর করছেন এবং এরপর জিয়ারাহ এর উদ্দেশ্যে মদীনা সফর করবেন।
উল্লখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি বজলুল হক হারুন এর নেতৃত্বে ০৬ সদস্যের বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের একটি প্রতিনিধি দল ০৬-০৯ নভেম্বর ২০১৬ সৌদি আরব সফর করছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্য বৃন্দ হলেন, তালুকদার মোহাঃ ইউনুস, এমপি, এ কে এম আওয়াল সাইদুর রহমান, এমপি, মো: নুরুল ইসলাম সুজন, এমপি, নজরুল ইসলাম (বাবু), এমপি এবং বায়রা এর সভাপতি সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ। ০৬ নভেম্বর ২০১৬ তারিখ সকাল ০৩.১৫ মিনিটে সংসদীয় প্রতিনিধি দল সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৫ বিমান যোগে রিয়াদ বিমান বন্দরে পৌছালে রিয়াদ  বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত গোলাম মসীহ্ ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রতিনিধি দলকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান সম্পাদক
মফিজুল ইসলাম চৌধুরী সাগর

© All rights reserved © 2021 Jee Bazaar |
Theme Customized BY WooHostBD