খুলনা,বর্তমানকণ্ঠ ডটকম: নগরীর ফুলতলা এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা বিল্লাল হোসেন নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।