সাঈদ মুহাম্মদ তুষার.বর্তমানকণ্ঠ ডটকম: গতকাল সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে চাটখিল পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়রী। বাজেটে আয় ধরা হয় একশত তিন কোটি তেত্রিশ লাখ আশি হাজার টাকা। ব্যয় ধরা হয় একশত এক কোটি আশি লাখ পঁচিশ হাজার টাকা উদ্বৃত্ত এক কোটি তিপ্পান্ন লাখ পঞ্চান্ন হাজার টাকা। বাজেটে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বাংলাদেশ আওয়ামীলীগের উপÑকমিটির সহ সম্পাদক জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, থানা অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি বজলুর রহমান লিটন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তপদার, পৌর কাউন্সিলর নওশাদুল করিম, সমীর, দুলাল, যুবলীগ নেতা নজরুল দেওয়ান, আক্তার হোসেন প্রমুখ। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চাটখিল পৌরসভাকে একটি ডিজিটাল পৌরসভা গড়ে তুলতে হবে।