রনজিৎ বর্মন,বর্তমানকণ্ঠ ডটকম: “ভাল থাকুক আপনার ফ্রিজ- ভাল থাকুন আপানি” এ শ্লোগানকে সাথে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বাড়ী বাড়ী যেয়ে মিনিষ্টার ফ্রিজ শ্যামনগর শোরুমের আয়োজনে বিনামূল্যে মিনিষ্টার ফ্রিজের অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে চলছে ফ্রিজের স্বাস্থ্য পরীক্ষা।
শ্যামনগর শোরুমের ম্যানেজার তুহিন ইসলাম জানান ১ নভেম্বর থেকে মিনিষ্টার ফ্রিজ ব্যবহারকারীর বাড়ী বাড়ী যেয়ে এ স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলছে। সে ধারাবাহিকতায় মঙ্গলবার সুন্দরবন সংলগ্ন আকাশনীলা ইকোটুজ্যিম সেন্টারের ব্যবহ্নত ফ্রিজের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা কালীন উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম, মিনিষ্টার ফ্রিজ কোম্পানির ডিজিএম সাইফুল ইসলাম, বিভাগীয় ম্যানেজার আবু রায়হান কাজল, শ্যামনগর শোরুমের ম্যানেজার তুহিন ইসলাম প্রমুখ।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন এবং সন্তোষ প্রকাশ করে বলেন এটি একটি ভাল উদ্যোগ। এবং ফ্রিজ ব্যবহারকারীদের জন্য উন্নত মানের সেবা। মাইওয়ান ইলেকট্রনিক্স লিঃ ও মিনিষ্টার হাইটেক পার্ক লিঃ সম্পূর্ন দেশিয় কোম্পানি এ কোম্পানির ডিজিএম ,বিভাগীয় ম্যানেজার ও শ্যামনগরের ম্যানেজার বলেন ৩১ অক্টোবর পর্যন্ত ফ্রিজ ব্যবহারকারীরা ফ্রি রেজিঃ করেছেন এরপর
রেজিঃকৃত গ্রাহকের বাড়ী বাড়ী যেয়ে ঢাকা থেকে আগত অভিজ্ঞ কোম্পানির টেকনিশিয়ানরা ১ নভেম্বর থেকে ফ্রিজের স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ কমপ্রেসার, আর্থিক লাইন, বিদ্যুৎ সংযোগ সহ অন্যান্য কিছু পরীক্ষা করছেন এবং ব্যবহারকারীর মতামত গ্রহণ করছেন।
শ্যামনগরের ম্যানেজার বলেন এটি শ্যামনগর শোরুমের উদ্যোগে এটি গ্রাহকদের সেবা করা । এটাতে দেশীয় পন্যে ব্যবহারে আগ্রহ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ মত প্রকাশ করেন।
ফ্রি ফ্রিজের স্বাস্থ্য সেবা গ্রহনকারী গ্রাহক গোবিন্দপুর গ্রামের আব্দুল হান্নান বলেন মিনিষ্টার ফ্রিজের সেবা পেয়ে আমি ফ্রিজ ব্যবহারের অনেক কিছু জানতে পেরেছি। এ ধরনের সেবাকে তিনি সাধুবাদ জানান। জানা যায় এ সেবা কার্যক্রম চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এর পরও যদি গ্রাহকরা রেজিঃ করেন তাহলেও সেবা থেকে বঞ্চিত হবেন না বলে ম্যানেজার তুহিন ইসলাম জানান।