স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর জয় দিয়ে শুরু করেছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। আসেরের প্রথম ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে হারিয়েছে চিটাগং। চিটাগং ভাইকিংসের দেয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করে কুমিল্লা ভিক্টোরিয়োন্স।
চিটাগংয়ের দেয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে ওপেনার ইমরুল কায়েসকে হারায় কুমিল্লা। এরপর ভালো শুরুর আভাস দিয়ে দলীয় ৩৬ রানে আব্দুর রাজ্জাকের বলে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মারলন স্যামুলেস (২৩)। লিটন দাসও দলীয় ৪৬ রানের মাথায় ব্যক্তিগত ১৩ রান করে মোহাম্মদ নবির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।
গতবারের টুর্নামেন্ট সেরা আসহার জাইদিও ২ রান করে মোহাম্মদ নবির বলে ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কুমিল্লা। ফলে বিথা যায় নাজমুল হোসেন শান্তর অর্ধশতক। একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ব্যাট করে যান শান্ত। তার ৪৪ বলে ৫৪ রান পরাজয়ের ব্যবধান কমিয়েছে শুধু।
চিটাগংয়ের হয়ে মোহাম্মদ নবি সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া আব্দুর রাজ্জাক, তাসকিন আহমেদ, ডোয়াইন স্মিথ ও টাইমাল মিলস ১টি করে উইকেট নিয়েছেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।
চিটাগংয়ের হয়ে ইনিংসের সূচনা করতে নামেম তামিম ইকবাল ও ডোয়াইন স্মিথ। উদ্বোধনী জুটিতে ৩৬ রান করেন তারা। ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে স্মিথ ব্যক্তিগত ৯ রান করে ফিরে যান। তবে এবারের আসরে প্রথম ও বিপিএলের সপ্তম ফিফটি তুলে নেন তামিম। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রান আউট হয়ে ফেরার আগে করেন ৩৮ বলে ৫৪ রান। দুই ছক্কা ও ছয় চারে এ রান করেন তামিম।
এরপর দলীয় ১০৩ রানে এনামুল হক বিজয়ও রান আউট হয়ে ফেরেন। তবে চতুর্থ উইকেট জুটিতে পাকিস্তানের শোয়েব মালিক ও জহিরুল ইসলাম অমির অপরাজিত ৬০ রানের জুটির সুবাদে এই চ্যালেঞ্জিং স্কোর করে চিটাগং ভাইকিংস। মালিক ৪২ ও জহিরুল ইসলাম ২৯ রানে অপরাজিত ছিলেন।
কুমিল্লার হয়ে ইমাদ ওয়াসিম একটি উইকেট নেন। বাকি দুইটি রান আউট। ম্যাচ সেরা হয়েছেন ৪ উইকেট নেয়া আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।