শোবিজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: বি-টাউনের গুঞ্জন বলছে, চলতি বছরের শেষ দিকেই রোমানিয়ান বান্ধবী লুলিয়া ভানতুরের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সালমান খান। কিন্তু এবার শোনা যাচ্ছে, লুলিয়ার সঙ্গে সম্পর্কের বাঁধনটা আর নেই ‘বজরাঙ্গি ভাইজান’-এর! তার কারণ, উর্বশী রাউতেলা। লুলিয়ার পাঠ চুকেছে, ‘দাবাং’ তারকার জীবনে এবার নতুন নারী হয়ে হাজির হয়েছেন এই মডেল ও অভিনেত্রী।
সম্প্রতি সালমান খানের বাড়ি পর্যন্ত গিয়েছেন উর্বশী। তাদেরকে অঙ্গরঙ্গ অবস্থায় দেখেছেন সাংবাদিকরা।
ডেক্কান ক্রনিক্যাল-এর খবরে প্রকাশ, সালমানের ‘গ্যালাক্সি’তে দেখা গেছে উর্বশীকে। বি-টাউনের অনেক নতুন নায়িকারই ক্যারিয়ার গড়ে দিয়েছেন ‘কিক’ তারকা। এবার সেই তালিকায় জুড়ল উর্বশীর নামও।
যদিও, এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে সব পক্ষ। তবে সূত্র বলছে, লুলিয়ার সঙ্গে সম্পর্কের বাঁধনটা বেশ আলগা হয়েই গেছে সালমানের। আর তার কারণ এই উর্বশীই।
যাইহোক, এখন অপেক্ষার পালা, নিজের জীবনের নতুন নারী উর্বশীর ক্যারিয়ারকে ভালো জায়গায় পৌঁছে দিতে কী করেন সালমান? পাশাপাশি, ডিসেম্বরের মধ্যে রোমানিয়ান বান্ধবীর সঙ্গে ‘সুলতান’ আদৌ গাঁটছড়া বাঁধেন কিনা।