নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা থেকে প্রকাশ রঞ্জন বিশ্বাস (৪৮) নামের এক সাংবাদিক যাত্রীবাহী মাইক্রোবাসে মলম পার্টির খপ্পরে পড়েছেন। বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।
এসময় সাংবাদিককে মারধর করে তার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ ও বিকাশে থাকা ২০ হাজার টাকা নিয়ে যায় মলম পার্টির সদস্যরা। আহত সাংবাদিক অনলাইন নিউজ পোর্টাল ‘বিডি নিউজ’র সিনিয়র রিপোটার।
তিনি জানান, সকালে অফিসে যাওয়ার জন্য কাজলা এলাকার বাসা থেকে বের হয়ে কাজলা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন প্রকাশ রঞ্জন। এসময় একটি মাইক্রোবাস তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে জিজ্ঞেস করে- কোথায় যাবেন? উল্লেখ্য, গাড়িটিতে আগে থেকেই যাত্রী বেশে ৫-৬ জন মলম পার্টির সদস্য ছিলেন। তিনি মহাখালী যাবেন বললে মাইক্রোবাসের ড্রাইভার বলেন, গুলিস্তান পর্যন্ত যাওয়া যাবে সেখান থেকে মহাখালীর অনেক বাস পাওয়া যাবে।
তিনিও অপেক্ষা না করে মাইক্রোবাসে ওঠে পড়েন। এর কিছুক্ষণ পর মলম পার্টির সদস্যরা তার চোখ বেঁধে তাকে মারধর করে সঙ্গে থাকা ২টি মোবাইল, মানিব্যাগ ও বিকাশে থাকা ২০ হাজার টাকা নিয়ে তার চোখে মলম লাগিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাদানীপুর এলাকা রাস্তার পাশে ফেলে রেখে যায়।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। এরপর খবর পেয়ে তার এক সহকর্মী বিকাল সাড়ে ৩টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে ভর্তি করে।