নিজস্ব প্রতিবেদক, বর্তমানকণ্ঠ ডটকম: বাংলাদেশ ও রোমানিয়ার যৌথ উদ্যোগে যাত্রা শুরু করল নতুন টেলিভিশন চ্যানেল “সানরাইজ টিভি”।
গতকাল শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় এর লোগো উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রোমানিয়াস্থ সানরাইজ গ্রুপ এর সম্মানিত চেয়ারম্যান জনাব ড. পাভেল কবির। এ সময় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রোমানিয়ায় অবস্থিত সানরাইজ গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ এবং রোমানিয়ায় “সানরাইজ টিভি” তাদের কার্যক্রম পরিচালিত করবে।
রোমানিয়ায় এই টিভির সার্বিক তত্বাবধানে থাকবে সানরাইজ গ্রুপ এবং বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট টিভির কয়েকজন অভিজ্ঞ প্রকৌশলী এবং প্রযোজক।
লোগো উন্মোচন অনুষ্ঠানে এই টিভির চেয়ারম্যান বলেন, ‘দুই দেশের সংস্কৃতি, সুন্দর ও সুস্থ বিনোদনই এই টিভির প্রধান লক্ষ্য।’
এছাড়া অন্যান্য অতিথিরাও এই টিভির সুন্দর ভবিষ্যত এবং সাফল্য কামনায় বিশেষ বত্তব্য রাখেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় সানরাইজ টিভির লোগো উন্মোচন অনুষ্ঠান।
সানরাইজ টিভি এখন তাদের কার্যক্রম অনলাইনে চালিয়ে যাবে। বিশ্বের যে কোন প্রান্তের দর্শক “সানরাইজ টিভি” দেখতে ভিজিট করুন www.sunrishtv.com এই ওয়েবসাইটে।