
ফখরুল ইসলাম, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : আইসিসির সহযোগী প্রতিষ্ঠান, সৌদি ক্রিকেট সেন্টারের অনুমোদিত রিয়াদ ক্রিকেট এ্যাসোসিয়েশন (RCA) কর্তৃক আয়োজিত আমেরিকান এক্সপ্রেস T20 টুর্নামেন্টে পাকিস্তানি ক্লাব লাহোর বাদশাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে মরুর বুকে বাংলাদেশের পতাকাবাহী গ্রীন বাংলা ক্রিকেট টিম।
শুক্রবার সকাল ৯ টা ১৫ মিনিটে টসের মাধ্যমে ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাহোর বাদশা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে বাদশারা। গ্রীন বাংলার পক্ষে মোস্তফা ২ ওভার বল করে ১৬ রানে ৩ উইকেট, এছাড়া জাকির, জাহিদ, হাসান, শাহিদ, আল আমিন ১ টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বাদলের ৪৫, মোস্তফার ৩৭ রানের উপর ভর করে ১৭ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় মরুর টাইগার গ্রীন বাংলা। বল হাতে ১৬ রান দিয়ে ৩ উইকেট এবং ব্যাট হাতে ৩৭ রানের অল রাউন্ডার নৈপুন্যে ম্যাচ সেরা হয়েছেন গ্রীন বাংলার মোস্তফা।
এ জয়ের সুবাদে রিয়াদ প্রবাসীদের মাঝে আনন্দের বন্যা বইছে। জয়ের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন ডাঃ আরিফুর রহমান। তিনি বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই মরুর বুকে বাংলাদেশের পতাকাবাহী গ্রীন বাংলা ক্রিকেট টিমকে। ক্রিকেট এখন আমাদের রক্তের সাথে মিসে গেছে।ক্রিকেটই আমাদের অন্যতম সংস্কৃতিতে পরিনত হয়েছে, যা দিয়ে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। ক্রিকেটই একমাত্র মাধ্যম যা, দল মত ভুলিয়ে আমাদের এক কাতারে নিয়ে আসে। সৌদি আরবের প্রধান খেলা ক্রিকেট ফুটবল, আজকে তারা ক্রিকেটের প্রতি মনোনিবেশ করেছে। আমি আশা করব এই প্রবাসে আমরা যেমন করে আমাদের শ্রম ও মেধা শক্তি দিয়ে আমাদের যোগ্যতার পরিচয় দিচ্ছি, তেমনি ভাবে গ্রীন বাংলা ক্রিকেট টিমের মাধ্যমে আমরা আমাদের ক্রিকেটীয় সংস্কৃতির মাধ্যমে আমাদের লাল সবুজের পতাকা তুলে ধরব এক নতুন উচ্ছতায়।
এর আগে সেমি ফাইনালে আরেক পাকিস্তানী ক্লাব কে ১০১ রানের বিশাল ব্যাবধানে হারিয়ে ফাইনালের পথ ধরে গ্রীন বাংলা।
উল্লেখ্য, ২০১২ ফেব্রুয়ারিতে রিয়াদ ক্রিকেট এসোসিয়েশনের ৩য় শ্রেনীর ক্রিকেটে সদস্যপদ লাভ করে গ্রীন বাংলা। এসোসিয়েশন আয়োজিত সব টুর্নামেন্টে দাপুটে নৈপুন্য দেখিয়ে সকলের নজর কাড়ে এবং ২০১৪ সালে এসোসিয়েশনের ২য় বিভাগে খেলার সুযোগ পায়।