রাসেল খান,বর্তমানকণ্ঠ ডটকম: তুরাগ থানা কৃষকলীগের কমিটি গঠন উপলক্ষে এক সভা তুরাগের বাউনিয়ায় শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মাকসুদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ হালিম খান এবং দপ্তর সম্পাদক এইচ এম আক্তারুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিনখান থানা কৃষকলীগের সভাপতি টিপু সুলতান, সাধারন সম্পাদক সাইদুর রহমান মানিক, তুরাগ থানা যুবলীগের আহবায়ক সদস্য মোঃ সোহেল মিয়া, কফিল উদ্দিন,এস এম সানোয়ার, ইব্রাহীম খলিল, হারুন-অর রশিদ,রবিউল ইসলাম, রিপন আলি, সামছুল হক,সাইফুল ইসলাম খান প্রমুখ। দীর্ঘদিন যাবৎ তুরাগ থানা কৃষকলীগের সংগঠনের কোন কার্যক্রম না থাকায় সাংগঠনিক কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছে। তাই সংগঠনের সার্বিক কর্মকান্ডে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে ২১সদস্য বিশিষ্ট তুরাগ থানা কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সাজেদুল ইসলামকে আহবায়ক ও নয় জনকে যুগ্ম-আহবায়ক এবং এগার জনকে সদস্য করে ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।