নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: নরসিংদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার হোসেন (আনোয়ার কমিশনার) এর মা সুফিয়া বেগম (৬৫) সোমবার রাত ১.৩০টায় তাদের মাধবদী পৌরসভাধীন ছোট গদাইরস্থ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত কিডনী, ফুসফুস ও হৃদরোগ সহ ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও নরসিংদী সদরের এমপি লে: কর্ণেল (অব.) আলহাজ্ব নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন সরকার, নরসিংদী পৌর মেয়র কামরুল ইসলাম, মাধবদী পৌর মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব সফি উদ্দিন আহমেদ, মধাবদী পৌরসভার সাবেক প্রশাসক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: শওকত আলী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার বা’দ জোহর মাধবদী বাজার জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাজার নামাজ শেষে তাকে পৌরসভার ছোট গদাইরস্থ কবরস্থানে দাফন করা হয়েছে।