নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে সাঁওতালদের ওপর পুলিশের গুলি চালানোর কারণ ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয়। রিটে স্বরাষ্ট্রসচিবসহ ১১ জনকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জন্য অধিগ্রহণ করা জমির দখলকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত তিন সাঁওতালের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।
সাঁওতালদের আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে মারধরের ঘটনা গণমাধ্যমে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।
নেপথ্যে কলকাঠি নাড়ার অভিযোগ উঠে সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আলম বুলবুল ও গোবিন্দগঞ্জের এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে।