
নিজস্ব প্রতিনিধি, বতর্মানকন্ঠ ডটকম: সৌদি আরব থেকে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে দেশে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি শ্রমিক। সৌদি এয়ারলাইন্সের (এসভি৮০৪) একটি ফ্লাইটে তারা রাত ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এসব শ্রমিক সৌদি আরবের দাম্মামস্থ সাদ গ্রুপে কাজ নিয়ে গিয়েছিলেন। ইতিপূর্বে একই কোম্পানি থেকে আরও ২৫ জন শ্রমিক দেশে ফেরত এসেছেন।
সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় ৩০ কর্মীর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে সৌদিফেরত শ্রমিকদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় সহযোগিতা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে অনুরোধ করা হয়েছে। এসব কর্মীর দেশে ফেরার বিস্তারিত কোনো কারণ চিঠিতে উল্লেখ নেই।
দূতাবাসের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাদ গ্রুপে প্রায় ১৭০ জন বাংলাদেশি শ্রমিক কর্মরত ছিলেন। কোম্পানির ব্যবস্থাপনা ও বিভিন্ন সমস্যার কারণে শ্রমিকদের মধ্যে ৬৩ জন ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ ৬৩ জনের মধ্য থেকে ধাপে ধাপে তাদের সৌদি শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফাইনাল এক্সিট দেওয়া হয়েছে। ইতিপূর্বে ২ ধাপে আরো ২৫ জন শ্রমিক ফাইনাল এক্সিট নিয়ে দেশে ফেরত আসেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার স্থানীয় সময় পৌনে ১টায় এসভি৮০৪ নং ফ্লাইটে করে দেশে ফিরবেন। ফ্লাইটটি রাত ৯টার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
দূতাবাসের চিঠিতে ফেরত আসা এসব শ্রমিকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও পরবর্তীকালে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ ব্যাপারে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক (জনসংযোগ) জাহিদ আনোয়ার সৌদি দূতাবাসের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরত আসা কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। প্রত্যেক কর্মীকে বাড়ি যাওয়ার যাতায়াত বাবদ ৫ হাজার করে নগদ টাকা দেওয়া হবে।