মানিকগঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম: মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় শিউলি আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিউলি মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের রৌহাদহ গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসস্ট্যান্ডের কাছে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বসে ছিলেন শিউলি। এসময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর আহত খোরশেদ আলমকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে।