নারায়ণগঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটককরা হয়।
আটক মাদক বিক্রেতারা হলেন- ফতুল্লার দেওভোগ পশ্চিম নগর এলাকার সেলিম মিয়ার স্ত্রী ফাতেমা বেগম ওরফে ফতে (৪২), পশ্চিম মাসদাইর বড় বাড়ির মৃত আলাউদ্দিনের ছেলে দিদার (৫০) ও ভোলাইল এলাকার আনোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল খালেকের ছেলে পলাশ (৩২)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযানের ধারবাহিকতায় মঙ্গলবার দুপুরে ফতুল্লার মাসদাইর এলাকার অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮০০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিলসহ ফাতেমা, দিদার ও পলাশকে আটক করা হয়। দিদার ও ফাতেমার কাছ থেকে মাদকের বড় ডিলারদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ তথ্যের ভিত্তিতে মাদকের ডিলারদের আটকের চেষ্টা চলছে।