সালথা (ফরিদপুর),বর্তমানকণ্ঠ ডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, মা-বাবা শিক্ষিত হলে তার সন্তানরাও শিক্ষিত হবে। আমি সব অভিভাবককে অনুরোধ করছি আপনাররা সন্তানদের উন্নত শিক্ষায় শিক্ষিত করুন।
শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর হামিদ মঞ্জিলে অনুষ্ঠিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মহিলা কর্মী ও সুপার ভাইজারদের সঞ্চিত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ উপনেতা বলেন, আল্লাহর অশেষ রহমতে যত দিন বেঁচে আছি সালথা-নগরকান্দার উন্নয়নের জন্য কাজ করে যাবো। আমার সময় শেষ হলে আমার সন্তানরা সব সময় আপনাদের পাশে থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবার চৌধুরী বাবলু, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক বিমল কুমার দাস, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হক, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক-উজ্জামান ফকির মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মাস্টার প্রমুখ।