নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম:কারনেট সুবিধার অপব্যবহার করে প্রায় ৭ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে সিলেট থেকে তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।
২২, ৫ ও ২ সেপ্টেম্বর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফরের মহাপরিচালক ড. মইনুল খান পরিবর্তন ডটকমকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
মইনুল খান বলেন, ‘জব্দ করা গাড়িগুলো কারনেট সুবিধায় দেশে আনা হয়েছিল। গাড়ি তিনটির আনুমানিক ক্রয়মূল্য ৩ কোটি টাকা। এগুলোতে প্রায় ৭ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। গাড়িগুলোর আমদানিকারকদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’