বাহার উদ্দীন বকুল, জেদ্দা, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : ২৭ নভেম্বর, রবিবার রাতে জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, বাংলামাধ্যম প্রাঙ্গনে নবগঠিত পরিচালনা পরিষদকে বরণ করেছেন বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। একই সাথে বিদায়ী পরিচালনা পরিষদ সদস্যগণকে দিয়েছেন বিদায় সংবর্ধনা।
সৌদি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত নতুন পরিচালনা পরিষদের চেয়ারম্যানঃ মার্শেল কবির পান্নু, ভাইস-চেয়ারম্যানঃ খন্দকার আবুল কালাম আজাদ; সদস্যগণ হচ্ছেনঃ গোলাম মোরশেদ আলম, আবু বকর কৌরাইশি, মোঃ বদুরুজ্জামান, মোঃ আব্দুল মান্নান ও ড. আবু আফ্ফাণ।
বিদায়ী পরিষদের চেয়ারম্যানঃ ডা. আবদুল মান্নান; ভাইস-চেয়ারম্যানঃ আবদুল করিম; সদস্যগণ হচ্ছেনঃ মোহাম্মদ নূরুল ইসলাম, ইঞ্জি. আমির হোসেন, খন্দকার আবুল কালাম আজাদ, মোঃ বাহা উদ্দিন, মোঃ বোরহান উদ্দিন।
নতুন পরিচালনা পরিষদকে বরণ এবং বিদায়ী পরিষদকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, নতুন এবং বিদায়ী পরিষদের চেয়ারম্যানদ্বয় ও সদস্যবৃন্দ।
সহকারি অধ্যাপক সৈয়দ রাশেদ রেজার সঞ্চালনায় নতুন পরিচালনা পরিষদের সকলকে ফুলের তোড়া এবং বিদায়ী পরিষদের সদস্যগণকে সম্মাননা ক্রেষ্ট উপহার দিয়ে বিদায় সংবর্ধনা জনানো হয় ।
আলোচনা পর্বে বিদায়ী পরিষদ চেয়ারম্যান ডা. আবদুল মান্নান জানান, দায়িত্বভার গ্রহণের সময় এই বিদ্যাপিঠের দুই (২) মিলিয়ন সৌদি রিয়াল তহবিল ছিল। আর আজ বিদায় কালে রেখে গেলাম নয় (৯) মিলিয়ন সৌদি রিয়ালের তহবিল। সততা ও নিষ্ঠার সাথে বিদ্যালয় পরিচালনায় অবদান রাখার জন্যে তিনি পরিষদের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সার্বিক সহাযোগিতার জন্যে কৃতজ্ঞতা জানান অভিভাবক এবং শিক্ষক বৃন্দকে।
নতুন পরিষদ চেয়ারম্যান মার্শেল কবির পান্নু বিদায়ী পরিষদের সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ তথা নতুন স্কুল ভবন নির্মাণ এবং মান-সম্মত শিক্ষা নিশ্চিত করাই হবে বর্তমানে প্রধান লক্ষ্য। এজন্যে তিনি স্কুলের অভিভাবক, শিক্ষক এবং প্রবাসী সমাজের সহযোগিতার অনুরোধ জানান।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর, বৃহস্পতিবার নতুন পরিচালনা পরিষদ দায়িত্ব ভার গ্রহণ করেন।