নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বোমা বিস্ফোরণের সঙ্গে সেখানে অবস্থানকারী অভিবাসীদের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। গত মঙ্গলবার রাতে বুদাপেস্ট শহরের কেন্দ্রীয় এলাকায় বিস্ফোরণে দুই পুলিশ আহত হন। বিস্ফোরণের পর অভিবাসীদের সন্দেহের চোখে দেখা হচ্ছিল।
ওরবান বলেন, বিস্ফোরণের সঙ্গে অভিবাসন সংকটের কোন সম্পর্ক এখনো পাওয়া যায়নি।
হাঙ্গেরি সরকার ইউরোপে অভিবাসীদের আশ্রয় দেয়ার প্রবলভাবে বিরোধিতা করেছিল। এমনকি সন্ত্রাসবাদের সঙ্গে অভিবাসীদের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে বলে প্রচারণা চালিয়েছিল হাঙ্গেরি সরকার। তবে এখনই এই অবস্থান থেকে তারা সরে আসছে না।
টেলিভিশনে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘উদ্দেশ্য যাই হোক এটা ছিল একটি ঘৃণ্য কাজ। হামলাকারীকে জীবিত বা মৃত যেকোনো অবস্থায় ধরে রহস্য উদঘাটনে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি।