গোপালগঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম : গোপালগঞ্জে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে আনিচুর রহমান সুজন (৪০) নামে এক শ্রমিকনেতা নিহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুজন গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও সদর উপজেলার নিমতলা গ্রামের ইউনুচ আলী শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, সুজন তার দুই সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুজন মারা যান ও অপর দুজন আহত হন। তিনি আরো বলেন, এ ঘটনার প্রতিবাদে মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা ঘটনাস্থলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।