কালিয়াকৈর (গাজীপুর),বর্তমানকণ্ঠ ডটকম: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। নিহতরা হলো, উপজেলার ত্রাণসুত্রাপুর গ্রামের আমসের আলীর ছেলে নাহিদ (১২) ও লক্ষণ সরকারের ছেলে রতন (১২)।
পুলিশ জানায়, রবিবার বেলা সোয়া দুইটার দিকে উপজেলাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ত্রানসুত্রাপুর আশোকা পাম্পের কাছে যাত্রীবাহী একটি বাস গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ওই দুই ছাত্রকে বহনকারী রিকশাটিকে বিপরীত দিকে থেকে ধাক্কা দেয়। এতে ওই দুই ছাত্র নিহত ও পাঁচজন আহত হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।