মুরাদনগর (কুমিল্লা),বর্তমানকণ্ঠ ডটকম: কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের সংস্কার কাজ শুরু করা হয়েছে। ২৩ অক্টোবর দৈনিক ইত্তেফাকে ‘মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের আবস্থা নাজুক’ এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে সওজ কর্মকর্তা ও ঠিকাদারের।
রবিবার সকালে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের মেরামত কাজ শুরু করা হয়। এর আগে শনিবার বিকেলে এ সড়কটি পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এ সময় তার সঙ্গে সওজের সহকারী ইঞ্জিনিয়ার রোকন উদ্দিন ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পার্থ সারর্থী দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অফিস সূত্রে জানা গেছে, আট কিলোমিটার সড়কের সংস্কার ব্যয় বরাদ্দ ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা। নাজমুল হাছান পাখির ঠিকাদারী প্রতিষ্ঠান হাছান বিল্ডার্সকে এ বরাদ্দ দেয়া হয়। পরে তিনি দেলোয়ার হোসেন নামে এক সাব-ঠিকাদারের কাছে কাজটি হস্তান্তর করেন। ১৬ জানুয়ারি হতে এক বছরের মধ্যে কাজ সম্পূর্ণ শেষ হওয়ার কথা। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের গড়িমসিতে প্রায় ১০ মাসে সড়কের পাঁচ শতাংশ কাজও হয়নি।’
মিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) মো. সাইফুদ্দিন বলেন, ‘এ প্রধান সড়কটির সংস্কার কাজ বরাদ্দকৃত অর্থ বৃদ্ধি করে আবার কাজ শুরু করা হয়েছে। আশা করি শুকনো মৌসুমের মধ্যেই কাজ শেষ করা যাবে।’