
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : সৌদি আরবের রিয়াদে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জি.এম কাদেরের ৭০তম জন্মদিন পালিত হয়েছে। ৪ ডিসেম্বর রাতে রিয়াদের একটি কপি হাউজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা রিয়াদে জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামান কাজল । জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুল হক পাটোয়ারীর সভপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক ছাদেকুল ইসলাম শামীমের সঞ্চালনায় জি.এম কাদেরের দীঘায়ু ও সুস্হ্যতা কামনার মাধ্যমে আলোচনায় অংশ নেন, পার্টির সাংগঠনিক সম্পাদক সুমন গাজী, নুরুজ্জামান নুর, জাতীয় যুব সংহতির নেতা কবির হোসেন ও শ্রমিক পার্টির নেতা শাহজাহান ওমর প্রমূখ। উৎসব মূখর পরিবেশে নেতার জন্মদিনে কেক কেটেন তারা ।
প্রধান অতিথি কামরুজ্জামান কাজল বলেন, জি.এম কাদের একজন পরিচন্ন রাজনৈতিক এবং দেশ প্রেমিক। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি আরো বলেন, এরশাদ আমাদের অহংকার ।