
শেখ শফিকুর রহমান, বর্তমানকন্ঠ ডটকম, জেদ্দা, সৌদি আরব : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী সাবেক ছাত্র নেতা মাহবুবুল হক শাকিলের অকাল মৃত্যুর খবরে জেদ্দা আওয়ামী পরিবারের নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা মাহবুবুল হক শাকিলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেই সাথে তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ।
নেতৃবৃন্দের মধ্যে শোক জানিয়েছেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক ওয়াজিউল্লাহ,জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী আমিন আহমদ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেদ্দা আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান শামীম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মার্শাল কবির পান্নু,জেদ্দা আওয়ামী পরিষদের সভাপতি কাজী নওফেল সাধারণ সম্পাদক সরতাজুল আলম দিপু, জেদ্দা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এম এ কাসেম, জেদ্দা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ইউসুফ মোহাম্মদ ফরাজী,জেদ্দা কৃষক লীগের সভাপতি গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক হোসেন নাহিদ, সাংবাদিক শেখ শফিকুর রহমান, সাংবাদিক সেলিম আহমদ প্রমুখ ।