
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : রিয়াদে মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন বাংলাদেশি এক প্রবাসী নাম তার নজরুল ইসলাম পিতা আবদুল করিম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাড়ী। সৌদি আরবে একজন পরিচ্ছন্নকর্মী হিসাবে তিনি মাসে বেতন পান মাত্র ৭০০ রিয়াল। কাজ করার ফাঁকে একটি স্বর্ণের দোকানের গহনার দিকে আক্ষেপভরা চোখে তাকিয়ে ছিলেন। একজন সেই ছবি ক্যামরেয়া ধারণ করে ইন্সটাগ্রামে ছেড়ে দেয়। তাকে হেয় করে লেখা হয়- এই লোকটা শুধুমাত্র ময়লা আবর্জনার দিকে তাকিয়ে থাকার যোগ্য।
ইন্সটাগ্রামে তার ছবি নিয়ে সবাই যখন মজা করছিল তখন এগিয়ে আসেন আবদুল্লাহ আল কাহতানি নামক এক সৌদি। তিনি তার “ইনসানিয়াত” বা “মানবতা” টুইটার একাউন্ট হতে মানবিক বোধ সম্পন্ন লোকদের নজরুল ইসলামকে সহায়তা করার আহ্বান জানান। তার টুইট শেয়ার হয় সাড়ে ৬ হাজারের বেশি। তিনি ওই টুইটে নজরুল ইসলামকে খুঁজে দিতেও আহ্বান জানান। অবশেষে খুঁজে পাওয়া যায় সেই আবদুল করিমকে। তারপরই শুরু হয় উপহারের ঢল।
মানুষের চোখ খুলে যায়। তারা ভালবাসা আর উপহারে ডুবিয়ে দিতে থাকেন তাকে। কেউ দেন চাল, মধু। কেউ বাংলাদেশে বেড়াতে যাওয়ার জন্য বিমান টিকেট। সৌদি আরবের একটি স্পোর্টস বিষয়ক চ্যানেলের একজন নির্বাহী নজরুলকে দিয়েছেন স্বর্ণের সেট। উপহার হিসেবে তিনি আরও পেয়েছেন দুটি মোবাইল ফোন-একটি আইফোন ৭, স্যামসাং গ্যালাক্সি।
এমন সাড়া পেয়ে নজরুল অভিভূত এবং আবেগে আপ্লুত। আল কাহতানি বলেছেন, ওই পরিচ্ছন্নকর্মীকে খুঁজে পেয়ে তিনি গর্বিত। যারা তার আহ্বানে সাড়া দিয়ে উপহার দিয়েছেন বা দিচ্ছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশের নজরুল ইসলামের এ কাহিনী এখন বিশ্ব মিডিয়ার শিরোনাম। এ নিয়ে খবর প্রকাশ করেছে সৌদি চ্যানেল একতেছাদিয়া, সিএনএন, ডেইলি মেইল অনলাইন।
সিএনএনঃ https://goo.gl/TCaQRv
ডেইলি মেইলঃ https://goo.gl/Gd6cdb