খন্দকার শাহিন,বর্তমানকণ্ঠ ডটকম: নরসিংদীর মাধবদীতে বন ও পরিবেশ অধিদপ্তর আয়োজিত মেঘনা নদীর পানি দূষণ নিয়ন্ত্রকল্পে গনসচেতেনতা সৃষ্টিতে উদ্ধুদ্ধকরণের লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় পৌর মিলনায়তনে মাধবদী পৌর মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিকের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তাতে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর এর পরিচালক আরিফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাধবদীতে বহ্মপুত্র নদী ও মেঘনার শাখা নদীর পানি দূষণের একমাত্র কারন হচ্ছে ভিবিন্ন শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ ও পৌরসভারসহ নদী তীরবর্তী মানুষের ব্যবহিত ময়লা আবর্জনা, মল মূত্র। আর এসব নিয়ন্ত্রনে পৌর মেয়রকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাতে সবধরনের আইনি সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেঘনা নদী প্রকল্পের প্রকল্প পরিচালক মো: মোস্তাফিজুর রহমান আকন্দ, মেঘনা পানি প্রকল্পের টিম লিডার Hans Aalderink মাধবদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ সফিউদ্দীন আহাম্মেদ, নরসিংদী সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সফর আলী ভুইয়া। মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: মনিরুজ্জামানসহ, মেঘনা নদী প্রকল্পে ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ।